Wednesday, July 6, 2016

ওরা ছিল আদর্শ ছেলে









রকিব,  কি করছো আজকাল ?
সালামালেকুম চাচু, আমি নরথ-সউথ-এ এম,বি,এ করছি।

বিড়ি সিগারেট খাও টাও ?  --  জি, না
তোমার বাবা তো বিত্তশালী,   মদ-টদ একটু ?  --  জি, না
রাস্তায় মেয়ে দেখলে শিশ-টিশ দাও ?  --  জি, না
গার্ল-ফ্রেন্ড ও না ? --  জি, না


বন্ধুদের নিয়ে ফাস্টফুডে হল্লা করো,  বাবার টাকায় ফান ?  --  জি, না
রোজা রেখেছ ? সবগুলো ?  --  জি, না,  একটা মিস হয়ে গেসে, ভুলে । 
তারাবীর নামায পড়েছো ?     -- জি, পড়েছি , কোনো মিস হয়নি।
সাব্বাস, কলেজ বন্ধ থাকলে কি করো ?
জি মসজিদে যাই, আল-কোরান পড়ি, বন্ধুদের নিয়ে হাদিস-কোরান আলোচনা করি।

বাপরে, তুমিতো আদর্শ ছেলে! কাল সন্ধ্যায় কি করলে ?  -- গতকাল এক জাগায় গিয়েছিলাম বন্ধুদের সাথে, কিছু অবিশ্বাসীদের ...............

……জুলাই মাসের তারিখের আগে ওরা ছিল আদর্শ ছেলে,  মারাও  গেছে আদর্শের জন্য।  ইসলাম/মুসলমান/মসজিদ/নামাজ/কোরআন/আলহামদুলিল্লা শুনেই ভালবাসায় অন্ধ হওয়ার কোনো কারন নেই।
                                                                                                                       FB/realislamunlimited












No comments:

Post a Comment